×

আন্তর্জাতিক

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

ছবি: সংগৃহীত

নৌবাহিনীর নর্দান ফ্লিটের যুদ্ধজাহাজে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র ৩০ বছর পরে প্রথমবারের মতো যুদ্ধজাহাজে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে দেশটি। এর আগে স্নায়ুযুদ্ধের সময় যুদ্ধজাহাজে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে ছিলো রাশিয়া। ন্যাটোভুক্ত দেশ নরওয়ের গোয়েন্দারা এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে তারা জানান, নর্দান ফ্লিটের নৌবহরে সাবমেরিন ও যুদ্ধজাহাজে পারমাণবিক সক্ষমতার মূল অংশ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। আর শুধু ইউক্রেন নয়, কৌশলগত কারণে যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি। খবর জেরুসালেম পোস্টের। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রচলিত সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে। ইউক্রেনে চলমান সামরিক অভিযানের কারণে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, যুদ্ধযান ও প্রশিক্ষিত জনবলেও ঘাটতি দেখা গেছে। যা অবশিষ্ট আছে তা অনেক পুরোনো এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে তা অকার্যকর। রাশিয়া এই সংকট কাটাতে এরই মধ্যে ২০২৩ সালে সামরিক বাজেট ৩৪ শতাংশ বৃদ্ধি করেছে। তবে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে, প্রচলিত সামরিক শক্তি দুর্বল হলেও পারমাণবিক শক্তি এখনও একই, রুশ পারমাণবিক অস্ত্রাগারের সঙ্গে সম্পর্কিত সহায়ক বিমান ও নৌবাহিনী এখনও কমবেশি অক্ষত রয়েছে। রাশিয়ার নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ নর্দান ফ্লিট। এটিই রাশিয়ার সবচেয়ে বড় নৌবহর। এই বহরে পারমাণবিক অস্ত্র মোতায়েন ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App