×

আন্তর্জাতিক

২১২ ঘণ্টা পর ৭৭ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৯ পিএম

২১২ ঘণ্টা পর ৭৭ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান শহরের একটি ধ্বংসস্তূপ থেকে ৭৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপটিতে ২১২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম ফাতমা গুঙ্গর। তাকে রাতভর চলা উদ্ধার তৎপরতায় মঙ্গলবার আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

ভিডিওতে দেখা যায়, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে করে তাকে উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। পরে গুঙ্গরের স্বজনেরা উদ্ধারকর্মীদের আবেগ ও আনন্দে জড়িয়ে ধরেন।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইতোমধ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App