×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

ছবি: এবিসি

যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর প্রকাশ্য গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে।

মিশিগান পুলিশ জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্স ও এনডিটিভির।

সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বার্কি হল নামের একটি প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ভবনে হামলা চালান অজ্ঞাত বন্দুকধারী। স্থানীয় সময় সোমবার রাত ৮টার পর হামলা শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধদের উদ্ধার করে।

রোজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন মাস্ক পরিহিত বেঁটে পুরুষ। তিনি খুব সম্ভবত কৃষ্ণাঙ্গ। তাকে সর্বশেষ এমএসইউ ইউনিয়ন ভবনের সামনে থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

এমএসইউ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়। এর ইস্ট ল্যান্সিংয়ে অবস্থিত মূল ক্যাম্পাসে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App