×

আন্তর্জাতিক

‘তুই-তুমি-আপনি’ কীসে ডাকবে বাঙালি?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ পিএম

‘তুই-তুমি-আপনি’ কীসে ডাকবে বাঙালি?

টুইটার। ফাইল ছবি

কীসে সম্বোধন করা হবে? ‘তুই, তুমি, না আপনি’? এই নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেদারসে জমে উঠেছে বিতর্ক। পাঁচ-ছয়দিন ধরে এ বিষয়ে তর্ক-বিতর্ক করে আসছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমের ব্যবহারকারীরা।

চলতি সপ্তাহের শুরুর দিকে এই বিতর্ক শুরু করেন প্রতিভা নামে এক তরুণী। তিনি দিল্লির বাসিন্দা। এক পোস্টে তিনি লেখেন, অপরিচিত একজনকে হঠাৎ করে ‘তুই’ সম্বোধন করাটা একধরনের রুঢ়তা ও অভদ্রতা। খবর বিবিসির।

তিনি আরো লেখেন, ‘মুম্বাইয়ের বাসিন্দাদের সঙ্গে কখনোই হিন্দিতে কথা বলতে যাবেন না। ওই ব্যক্তি হয়তো আপনাকে চেনেনই না, কিন্তু নির্দ্বিধায় আপনাকে তুই বলে সম্বোধন করে ফেলবেন। অগ্রহণযোগ্য আচরণ।’

সম্বোধন নিয়ে তার এই পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটি দেখেছেন ১০ লক্ষাধিক ব্যবহারকারী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাতে সহস্রাধিক মানুষ মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App