×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ধেয়ে আসছে সাইক্লোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ পিএম

নিউজিল্যান্ডে ধেয়ে আসছে সাইক্লোন

ছবি: বিবিসির

নিউজিল্যান্ডের দিকে ধেয়ে আসছে সাইক্লোন গ্যাব্রিয়েল। তবে এর আগেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশটির নর্থ আইল্যান্ডের বহু মানুষ।

সাইক্লোনটি এখন ক্যাটাগরি দুইয়ে নেমে গেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ। খবর বিবিসির।

নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ বলছে, নর্থল্যান্ড ও অকল্যান্ডে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি রয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই বন্যার কারণে নর্থ আইল্যান্ডের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছিল নর্থ আইল্যান্ড। তবে তেমন কিছু ঘটেনি।

এদিকে সাইক্লোন গ্যাব্রিয়েল যতই এগিয়ে আসছে তীব্র বাতাস ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, নর্থ আইল্যান্ডে প্রায় ২২ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় ঠিক করতে কয়েক দিন পর্যন্ত লাগতে পারে বলে বাসিন্দাদের জানিয়ে দেয়া হয়েছে।

ফার নর্থের মেয়র মোকো টেপানি জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে মনে হচ্ছিল আমার ঘরের ছাদ উড়ে যাবে। আর বন্যাপ্রবণ এলাকার মানুষজনকে আগেভাগেই অন্যত্র আশ্রয় নিতে সতর্ক করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App