×

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে ৮০ ঘণ্টা পর শিশু উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

ধ্বংসস্তূপ থেকে ৮০ ঘণ্টা পর শিশু উদ্ধার

ছবি: সংগৃহীত

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে চলছে জোর উদ্ধার তৎপরতা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের কাজ। প্রত্যেক মিনিট এখন গুরুত্বপূর্ণ।

এবার তুরস্কের দিয়ারবাকির শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চাপা পড়ার ৮০ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। বিস্তারিত এখনও জানা যায়নি। খবর : আল জাজিরার।

এর আগে চাপা পড়ার ৬৮ ঘণ্টা পর তুরস্কের হাতায় শহরের ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল অপর এক শিশুকে।

এক ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসাবশেষ খুঁড়ে আনুমানিক দুই বছর বয়সি কন্যাশিশুকে জীবিত টেনে আনছেন।

বিধ্বস্ত শহরগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন তুরস্কের প্রশিক্ষিত উদ্ধারকর্মী, বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকর্মী ও দেশটির স্বেচ্ছাসেবকরা। তারা প্রয়োজনীয় রসদ সরবরাহ করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার জন্য।

গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ায় আঘাত হানে। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ইতোমধ্যে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।

দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে ভূমিকম্পের তিন দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App