×

আন্তর্জাতিক

রাশিয়া টেলিফোনে জার্মানিকে হুমকি দেয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

রাশিয়া টেলিফোনে জার্মানিকে হুমকি দেয়নি

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলরকে হুমকি দিয়েছেন বলে যে গুঞ্জন উঠেছে সেটি সঠিক নয়। এই দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

বিল্ড আম সন্টাগ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে ‘আমাকে কিংবা জার্মানিকে’ হুমকি দেননি। খবর তাসের।

জার্মান চ্যান্সেলরের ভাষ্য, ‘না, পুতিন আমাকে কিংবা জার্মানির কাউকে হুমকি দেননি। রুশ নেতার সঙ্গে টেলিফোনে আলাপকালে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।’

ওলাফ শলৎস আরও বলেন, ‘জার্মানি মাথা ঠান্ডা রাখবে এবং ভবিষ্যতে সব সিদ্ধান্ত বুঝেশুনে নেবে।’

পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র কেবলমাত্র ইউক্রেন অঞ্চলেই ব্যবহার করার বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে শলৎস বলেন, ‘এ বিষয়ে বোঝাপড়া রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App