×

আন্তর্জাতিক

২০২৩-এ প্রথমবার ১৮ হাজার ডলার ছুঁলো বিটকয়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

২০২৩-এ প্রথমবার ১৮ হাজার ডলার ছুঁলো বিটকয়েন

প্রতীকী ছবি

ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার জন্য ২০২২ সাল খুব একটা স্বাচ্ছন্দ্যের ছিলো না। দরপতনের সঙ্গে সঙ্গে এফটিএক্সের মতো ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে এ বছরই। গ্রাহকরা বাইন্যান্স থেকে রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলন করেছিলো। অথচ চলতি বছর শুরু থেকেই ক্রিপ্টোকারেন্সিতে চাঙাভাব দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

চলতি বছরের শুরুতে (১২ জানুয়ারি) প্রথমবারের মতো ১৮ হাজার ডলারে ছুঁয়েছে ক্রিপ্টোকারেন্সির তালিকায় শীর্ষে থাকা বিটকয়েন। গত ২৪ ঘণ্টায় এর দাম বেড়েছে চার দশমিক ৮০ শতাংশ। এদিকে, তালিকায় দুই নম্বরে থাকা ইথারিয়ামও চলতি বছরে এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় চার দশমিক ৭৬ শতাংশ বেড়ে এ বছর প্রথমবারের মতো এক হাজার ৪০০ ডলার ছুঁয়েছে।

এছাড়া, পোলকাডট, ট্রন, অ্যাভালেঞ্চের মতো মুদ্রারও বেশ ভালো দাম বেড়েছে। প্রতিশ্রুত মুদ্রা হিসেবে বিবেচিত সোলানা (সোল) গত বছরের শেষ দিকে ১০ ডলারের নিচে নামলেও ৯ জানুয়ারি তা ১৭ ডলার ছোঁয়।

ডজকয়েন, শিবা ইনু, ফ্লোকি ইনুর মতো মিমি কয়েন নতুন বছরে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে। পুরো ক্রিপ্টো মার্কেট ভ্যালুয়েশন গত চার ঘণ্টায় চার শতাংশ বেড়ে ৮৯ হাজার কোটি ডলার ছুঁয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App