×

আন্তর্জাতিক

আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়লেন জ্যাক মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৫২ পিএম

আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়লেন জ্যাক মা

ছবি: সংগৃহীত

চীনের মাল্টিন্যাশনাল ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের আর্থিক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়লেন প্রতিষ্ঠাতা জ্যাক মা। তাকে আর্থিক প্রতিষ্ঠানটির ৯৩ দশমিক ৮ শতাংশের শেয়ার হারিয়ে নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে। শনিবার অ্যান্ট গ্রুপের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিকানায় ছিলেন। সর্বশেষ পরিবর্তনের ফলে তার শেয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশে। এখন আর অ্যান্ট গ্রুপের নীতিনির্ধারনের সিদ্ধান্তগুলোতে জ্যাক মা মতামত প্রদান করতে পারবেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, আলিবাবা গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের চারটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় আর্থিক মোবাইল পেমেন্ট প্রতিষ্ঠান আলিপে। চীনের লেনদেনের প্রধান অ্যাপলিকেশন আলিপে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি।

গত বছর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ট গ্রুপের মাত্র ১০ শতাংশ শেয়ারের মালিক জ্যাক মা। প্রতিষ্ঠানটি ২০২০ সালে বিশ্বের বৃহত্তম আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) নিয়ে পুঁজিবাজারে প্রবেশের চেষ্টা করে। কিন্তু চীনের বাজার নিয়ন্ত্রকদের চাপে পরিকল্পনাটি বন্ধ করতে বাধ্য হয়। তারপর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন জ্যাক মা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App