×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে দূতাবাস খুলতে যাচ্ছে চিলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

ফিলিস্তিনে দূতাবাস খুলতে যাচ্ছে চিলি

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে চিলি। গত বুধবার এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এ তথ্য জানিয়েছেন।

চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা গতকাল বৃহস্পতিবার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তবে এটি বাস্তবায়নের কোনো সময়সীমা জানাননি তিনি। একই সঙ্গে দেশটি ফিলিস্তিন ও ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান উরেজোলা। খবর আলজাজিরার।

এর আগে গত বুধবার রাজধানী সান্তিয়াগোতে ফিলিস্তিনি সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাব্রিয়েল বোরিক এ সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ‘এটা বলে আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে চার্জ ডি অ্যাফেয়ার্স থেকে আমাদের সরকারি প্রতিনিধিত্ব বাড়াতে যাচ্ছি। আমরা এখন দূতাবাস খুলতে যাচ্ছি।’

চিলির এ পদক্ষেপের ভূয়াসী প্রশংসা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেবে না বলে জানিয়েছে চিলির ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App