×

আন্তর্জাতিক

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি
জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি
জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর ‘জটিল পরিস্থিতি’ সৃষ্টি করেছে বলে জানান ইউক্রেনের ডেপুটি কমিশনার ম্যারিলা মেজেন্টসা। ছবি: বিবিসি

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি

হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন। ছবি: বিবিসি

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ক্রেমলিনের হুঁশিয়ারি

সস্নেহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি

জেলেনস্কির হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র পৌঁছেন তিনি। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে স্বাগত জানিয়ে বিশেষ সমাদরে হোয়াইট হাউসে নিয়ে যান। সেখানে ফাস্ট লেডি জিল বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ হয় তার। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন কংগ্রেসেও ভাষণ দেয়ার কথা আছে জেলেনস্কির।

জেলেনস্কির এই সফরকে ভালো চোখে দেখছে না ক্রেমলিন। এরই মধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ফল ‘ভালো হবে না’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো কর্তৃপক্ষ। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এপি, বিবিসির।

[caption id="attachment_392693" align="aligncenter" width="624"] বিমানবন্দরে জেলেনস্কিকে অভ্যর্থনা জানান এক মার্কিন কর্মকর্তা। ছবি: বিবিসি[/caption]

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তার (জেলেনস্কির) দেশের ‘প্রতিরোধ ও প্রতিরক্ষা জোরদার’ করতেই এই সফর করছেন তিনি। সফরকালে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সহযোগিতা বর্ধিত করার বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

[caption id="attachment_392697" align="aligncenter" width="624"] হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন। ছবি: বিবিসি[/caption] আরও পড়ুন: ইউক্রেনকে প্যাট্রিয়ট সহায়তা দেবে যুক্তরাষ্ট্র [caption id="attachment_392698" align="aligncenter" width="624"] সস্নেহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি[/caption]

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সফরকে ‘খুবই স্পর্শকাতর’ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ জেলেনস্কি এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করেছেন, যখন দেশটির আইনপ্রণেতারা ইউক্রেনকে ৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন নিয়ে ভোটাভুটির দিকে এগোচ্ছেন। পাশাপাশি, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার সিদ্ধান্তও চূড়ান্ত করছে।

[caption id="attachment_392695" align="aligncenter" width="624"] বিশেষ সমাদরে জেলেনস্কিকে হোয়াইট হাউসে আনা হয়। ছবি: বিবিসি[/caption]

এর আগে মঙ্গলবার ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল ডোনেৎস্কের বাখমুত অঞ্চল পরিদর্শন করেন জেলেনস্কি। সেখান থেকে পোল্যান্ড সীমান্তের দিকে অগ্রসর হন তিনি। পোল্যান্ডের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানায়, বুধবার ভোরে জেলেনস্কি সীমান্ত পার হয়ে দেশটিতে প্রবেশ করেন। সেখানে তিনি একটি ট্রেন স্টেশনে যান। সকালে পোল্যান্ডের সীমান্তবর্তী শহর পর্জেমিসলে পৌঁছান তিনি। শহরটিতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছেন।

[caption id="attachment_392696" align="aligncenter" width="624"] জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর ‘জটিল পরিস্থিতি’ সৃষ্টি করেছে বলে জানান ইউক্রেনের ডেপুটি কমিশনার ম্যারিলা মেজেন্টসা। ছবি: বিবিসি[/caption]

ক্রেমলিনের হুঁশিয়ারি

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ক্রমাগত অস্ত্র সহযোগিতা যুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এটি ইউক্রেনের জন্য ‘ভালো ফল বয়ে আনবে না’ বলে জানানো হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, (যুক্তরাষ্ট্রের) অস্ত্র সরবরাহ চলছে। ক্রমেই এর পরিমাণ বাড়ছে। এটা অবশ্যই যুদ্ধের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App