×

আন্তর্জাতিক

তুরস্কে নতুন তেলের খনি আবিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ এএম

তুরস্কে নতুন তেলের খনি আবিষ্কার

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফাইল ছবি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কৃত হয়েছে।

নতুন এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মজুদকৃত এই তেলের মূল্য ১২০০ কোটি ডলার। তুর্কি মন্ত্রিসভার বৈঠকে গত সোমবার এ তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট এরদোগান। খবর ব্লুমবার্গের‌।

এরদোগান বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে এই খনিটি তার অন্যতম। আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন খুবই উন্নত মানের পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব। ২০২১ সালে তুরস্ক আরও যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।

এই মুহূর্তে তুরস্ক জ্বালানির জন্য রাশিয়া ও ইরানের ওপরে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App