×

আন্তর্জাতিক

ইরানের তেল রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০২:২১ পিএম

ইরানের তেল রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ইরানের জ্বালানি তেল বিক্রির সঙ্গে জড়িত দেশটির চার প্রতিষ্ঠানসহ চীন, হংকং ও আরব আমিরাতের ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক দপ্তর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর রয়টার্সের।

পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলারের তেল ও তেলজাত পণ্য রপ্তানি করার সুযোগ করে দেয়ার অভিযোগ আনা হয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের পার্সিয়ান গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ট্রিলিয়ান্স পেট্রোকেমিক্যাল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং নাফতিরান ইন্টার ট্রেড কোম্পানিকে তাদের তেল ও তেলজাতপণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে ওই ১৩ কোম্পানি।

২০২২ সালের জুন মাসের পর থেকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত ইরানের জ্বালানি খাতের ওপর পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App