×

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে ভবন ধসে ১০ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৮, ১০:৫৮ এএম

ভারতের মধ্যপ্রদেশে ভবন ধসে ১০ জন নিহত
একটি পুরনো ভবন ধসে ভারতের মধ্যপ্রদেশে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচজন আটকা আছে বলে মনে করা হচ্ছে। শনিবার দিনগত রাত সোয়া ৯টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জনাকীর্ণ সার্ভাতি বাসস্ট্যান্ডের কাছে ধসে পড়া ওই ভবনে উদ্ধার অভিযান চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি গ্রুপ সারারাত উদ্ধার অভিযান চালিয়েছে, যা এখনও অব্যাহত আছে। ইন্দোরের কালেক্টর নিশান্ত বার্বাদে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও দুই থেকে পাঁচজন আটকা পড়ে আছে। প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে বলেছেন, তিনি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। স্থানীয়দের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভবনটি অন্তত ৫০ বছরের পুরনো। এতে হোটেল ও লজ ছাড়াও লোকজন বাস করতো। আহতদের ইন্দোরের এম ওয়াই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই হোটেলের স্টাফ ও অতিথি। চার তলা ভবনের তিন তলায় ছিল হোটেলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App