×

আন্তর্জাতিক

ফের পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৮, ০১:৫১ পিএম

ফের পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
পাপুয়া নিউ গিনিতে ফের শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে নিউ ব্রিটেন আইল্যান্ডে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বিবসি। এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ফেব্রুয়ারি মাসে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউ ব্রিটেন আইল্যান্ডের রাবাউল থেকে ১৬২ কিলোমিটার দূরে এবং ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের প্রভাবে ঝুঁকিপূর্ণ সুনামি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। তাছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিউ ব্রিটেন আইল্যান্ডের পূর্বের রাবাউল হোটেলের রিসেপশনিস্ট ডেলি মিন্ডিং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হওয়ায় হোটেলের অতিথিরা বাইরে বেরিয়ে পড়েন। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উপকূলের রাপোপো প্লান্টেশন রিসোর্টের রিসেপশনিস্ট মে দ্যাভোন জানান, ভূমিকম্প অনুভূত হয়েছে, সব কিছু নড়াচড়া করেছে এবং আমরাও বাইরে বেরিয়ে এসেছি। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এনগা প্রদেশে শতাধিক লোক মারা যায়। এ ছাড়া ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App