×

আন্তর্জাতিক

এক চোখে দেখছেন না সালমান রুশদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১১:৪৫ পিএম

এক চোখে দেখছেন না সালমান রুশদি

সালমান রুশদি

ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলার দুই মাস হয়ে গেল। আর দুই মাস পর তিনি তার এক চোখে দেখতে পারছেন না বলে জানা গেছে। এছাড়া তার একটি হাত অবশ হয়ে গেছে বলেও নিশ্চিত করেছে রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

রবিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানায় তার এজেন্ট। খবর- দ্য গার্ডিয়ানের।

তবে জানা যায়, রুশদি এখনো হাসপাতালে আছেন কিনা তা বলতে রাজি হননি তার এই এজেন্ট।

অ্যান্ড্রু ওয়াইলি বলেন, রুশদির আঘাত ছিল গুরুতর। তিনি তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁর ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। বাহুর নার্ভ কেটে যাওয়ায় তাঁর একটি হাত অবশ হয়ে গেছে। তাঁর বুকে ও ঘাড়ে আরও প্রায় ১৫টি ক্ষত রয়েছে। এটি একটি নৃশংস হামলা ছিল।

গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের শিটোকোয়া ইনস্টিটিউটে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৭৫ বছর বয়সী এই সাহিত্যিক। সে সময় হাদি মাতার (২৪) নামের এক লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হঠাৎ করেই দৌড়ে মঞ্চে উঠে এসে তাঁকে ঘুসি ও ছুরিকাঘাত করতে থাকে। মেঝেতে পড়ে যান রুশদি। তাঁর পেট ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

গুরুতরভাবে আহত রুশদিকে তখন হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়।

রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি সে সময় জানিয়েছিলেন, রুশদি একটি চোখ হারাতে বসেছেন।

তার হাতের নার্ভগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। ছুরিকাঘাতে লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বিশ্বের বহু লেখক, সাহিত্যিক ও সাংবাদিক নিন্দা জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App