×

আন্তর্জাতিক

এশিয়ার চালের বাজারে মিশ্র প্রতিক্রিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৯:২৯ এএম

এশিয়ার চালের বাজারে মিশ্র প্রতিক্রিয়া

ফাইল ছবি

চলতি সপ্তাহে এশিয়ার চালের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মুদ্রাবাজারে অস্থিরতার কারণে কোথাও বাজার নিম্নমুখী আবার চাহিদার উল্লম্ফনে কোথাও ঊর্ধ্বমুখী রয়েছে। ব্যাপক চাহিদা থাকায় এ সপ্তাহে ভিয়েতনামের চালের রপ্তানি মূল্য বেড়েছে। দেশটির ৫ শতাংশ ভাঙা চাল রপ্তানি হচ্ছে প্রতি টন ৪২৫-৪৩০ ডলারে। এর আগের সপ্তাহে ছিল টনপ্রতি ৪২০-৪২৫ ডলার।

হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী জানান, ভিয়েতনামিজ চালের চাহিদা অব্যাহত বাড়ছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপাইনে চালের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ফিলিপাইন ভিয়েতনামের সবচেয়ে বড় চাল ক্রেতা দেশ। ঘাটতি পোষাতে দেশটি ভিয়েতনামের কাছ থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করবে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, দেশটির স্থানীয় সরবরাহ ধীরে ধীরে কমছে। কারণ গ্রীষ্ম ও শরৎকালীন ফসল উত্তোলন শেষ হয়ে আসছে। এ কারণে আগামী সপ্তাহগুলোয় রপ্তানি মূল্য আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি চাল উৎপাদনশীল দেশে উৎপাদন ব্যাহত হচ্ছে। ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানের উৎপাদন তলানিতে। অন্যদিকে শুষ্ক আবহাওয়ার কারণে আবাদ নিয়ে বিপাকে পড়েছে চীনও। এ কারণে আগামীতে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা মাথাচাড়া দিয়ে উঠছে।

ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। সম্প্রতি দেশটির মুদ্রা রুপির দাম কমে রেকর্ড সর্বনিম্নে নেমেছে। এটি বাজারকে নিম্নমুখী চাপে ফেলেছে। এছাড়া দেশটির সরবরাহ পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। এসব কারণে ভারতীয় চালের রপ্তানি মূল্য কমেছে। চলতি সপ্তাহে দেশটির ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের রপ্তানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৩৭৪-৩৮২ ডলারে। আগের সপ্তাহে রপ্তানি মূল্য ছিল টনপ্রতি ৩৭৬-৩৮৪ ডলার।

সম্প্রতি ভারত ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া অন্যান্য চালের ক্ষেত্রে ২০ শতাংশ রপ্তানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। সরকারের নতুন রপ্তানি নীতির কারণে রপ্তানিকারকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অন্যদিকে ক্রেতারা ২০ শতাংশ শুল্কে চাল ক্রয় করতে চাচ্ছেন না।

চলতি বছর থাইল্যান্ডের চাল রপ্তানি ৮০ লাখ টনে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মুদ্রা বাতের বিনিময় মূল্য কমে যাওয়ায় বিদেশের বাজারে থাই চালের চাহিদা বেড়েছে। ফলে বন্যা সত্ত্বেও রপ্তানিতে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App