×

আন্তর্জাতিক

সীমান্তে বাঙ্কার, নিরাপত্তা চৌকি বসাচ্ছে মিয়ানমার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ০১:১২ পিএম

সীমান্তে বাঙ্কার, নিরাপত্তা চৌকি বসাচ্ছে মিয়ানমার
নিরাপত্তার অজুহাতে নতুন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে মিয়ানমার। কোথাও কোথাও কংক্রিটের দেওয়াল নির্মাণের মধ্য দিয়ে সুরক্ষা জোরদারের চেষ্টা করা হচ্ছে। কোথাও বাঙ্কার, কোথাও আবার স্থাপিত হচ্ছে সীমান্ত নিরাপত্তা চৌকি। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির এক বিশেষ প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনী ১৭০ মাইলের সীমান্ত এলাকায় পরস্পর সম্পর্কযুক্ত বেশিরভাগ অংশ জুড়ে এসব পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মিয়ানমারের এইসব পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে তাদের টানাপোড়েন বাড়ার পাশাপাশি রোহিঙ্গাদের রাখাইনে না ফেরার বার্তা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলোতে বুলডোজার চালিয়ে আলামত নষ্ট, বিপুল সামরিকায়ন, উন্নয়ন প্রকল্প চলমান থাকা, প্রত্যাবাসন নিয়ে বৌদ্ধ জনগোষ্ঠীর হুমকির ধারাবাহিকতায় রাখাইনে বৌদ্ধদের মডেল গ্রাম গড়ে উঠছে বলে খবর পাওয়া গেছে। এবার সীমান্তে নতুন করে সুরক্ষার পদক্ষেপের কথা জানা গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App