×

আন্তর্জাতিক

মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৮, ১২:১৫ পিএম

মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের
তুমুল হট্টগোলে মুলতবি হয়ে গেছে ভারতের পার্লামেন্ট। গতকাল সোমবার পার্লামেন্টে বিরোধীরা প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়। এ নিয়ে হট্টগোলের পর পার্লামেন্ট আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ ছেড়ে সরকারের বিরুদ্ধে গতকাল অনাস্থা প্রস্তাব আনলেও আজ পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় তা নিয়ে আর আলোচনা বা ভোটাভুটি হয়নি। একা টিডিপি নয়, মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে ওয়াইএসআর কংগ্রেসও। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই লোকসভায় রয়েছে। সঙ্গে রয়েছে তাদের জোটশরিকগুলো। এনডিএ ছেড়ে সকল শরিক বেরিয়ে গেলেও তাতে বিজেপির সরকার চালাতে কোনো সমস্যা হবে না। কিন্তু প্রশ্নটা অসম্মানের, অসৌজন্যের এবং অস্বস্তির। আর সেই পরিস্থিতিটাই চাইছে না বিজেপি। অন্যদিকে, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ানের ভাবভঙ্গিও খুব একটা ভাল ঠেকছে না তাদের। শিবসেনার মতো জোটশরিককে নিয়ে বিজেপির আরো সমস্যা। কারণ, টিডিপির অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ উঠতেই তারা জানিয়ে দিয়েছিল, কোনো পক্ষই নেবে না শিবসেনা। এই ‘নীরব কাঁটা’ও বিজেপিকে ভাবাচ্ছে। তাই লোকসভা একদিনের জন্য মুলতুবি হতেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, আমরা আলোচনার জন্য তৈরি। গতকাল শুরুতেই বিরোধীদের তুমুল হট্টগোলের জন্য বেলা ১২ টা পর্যন্ত  লোকসভা এবং বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। পরে বেলা ১২টা নাগাদ ফের প্রশ্নোত্তর পর্ব দিয়ে লোকসভা শুরু হয়। কিন্তু হইহট্টগোল না থামায় গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। - আনন্দবাজার পত্রিকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App