×

আন্তর্জাতিক

করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত চীনের তিন নাগরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম

করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত চীনের তিন নাগরিক

মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় একটি মাইক্রোবাস পুড়ে যায়

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই চীনের নাগরিক। মঙ্গলবার (২৬ এপ্রিল) এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। হতাহতের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

করাচির পুলিশ প্রধান বলেন, আমাদের ধারণা এটি আত্মঘাতী হামলা। একজন বোরকাপরা নারী একটি মাইক্রোবাসের কাছে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে। আমরা প্রমাণ সংগ্রহ করে ঘটনাটির তদন্ত করছি। কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে চীনা শিক্ষকদের হামলার টার্গেট করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর একটি সাদা হায়েস ভ্যান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে গাড়িটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App