×

আন্তর্জাতিক

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০১:৪২ পিএম

অনাস্থা ভোট চলাকালে প্রেসিডেন্টের কাছে গিয়ে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে পরামর্শ মতো পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। পরে সংসদ অধিবেশন মূলতবি ঘোষণা করেন পার্লামেন্ট সভাপতি। ফলে আপাতত টিকে যাচ্ছেন ইমরান খান।

এদিকে, আজ রবিবার (৩ এপ্রিল) পাকিস্তানের প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেবার পরামর্শ দিয়েছিলেন ইমরান খান। সেক্ষেত্রে ইমরান সরকারের পুরো মেয়াদ শেষের আগেই আবার নির্বাচন হবে।

পরে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হন।

এর আগে এক টুইটে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুক হাবিব জানান, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। খবর ডন, আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের।

[caption id="" align="aligncenter" width="680"]Image পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি[/caption]

সংসদের ডেপুটি স্পিকার তার বক্তব্যে বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সম্পূর্ণ অসংবিধানিক। এটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর পরিপন্থী।

এদিকে, পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসাবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ করা হয়েছে। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান সরকার।

২০১৮ সালে জয়ের পর বড় চ্যালেঞ্জের মুখে পড়েন ইমরান খান। এর জেরে পাক জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হলেন পাক প্রধানমন্ত্রী। গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো।

বিরোধীরা দাবি করেছিলেন , অন্তত ১৭৫টি ভোট তাদের পক্ষে পড়বে, যা ম্যাজিক সংখ্যা (১৭২)-এর চেয়ে বেশি। ফলে গদি ছাড়তে হতে পারে ইমরান খানকে। তবে শেষ মুহুর্তে এসে পরিস্থিতি বদলে গেছে।

আস্থা ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ ও সমাবেশ বন্ধ করতে ইসলামাবাদে জারি করা হয় ১৪৪ ধারা। স্থানীয় জেলা প্রশাসনের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাক জাতীয় পরিষদের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App