×

আন্তর্জাতিক

আমরা কাউকে বিশ্বাস করি না: জেলেনস্কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১০:৪০ এএম

আমরা কাউকে বিশ্বাস করি না: জেলেনস্কি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন এখন ‘টার্নিং পয়েন্টে’ দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে রাশিয়া হামলা কমিয়ে দেয়ার যে ঘোষণা দিয়েছে তা সন্দেহপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৩০ মার্চ) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইউক্রেনে হামলা কমিয়ে আনার (যুদ্ধবিরতির) সিদ্ধান্ত নতুন হামলার কৌশল হতে পারে। খবর আলজাজিরার।

তিনি আরও বলেন, আমরা ‘কাউকে বিশ্বাস করি না। একটি সুন্দর শব্দও বিশ্বাস করি না। যুদ্ধক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি’ রয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুই ছেড়ে দেবো না। কেননা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দফায় দফায় শান্তি আলোচনা হলেও আপাতত ‘এগুলো শুধুই শব্দ মাত্র, এখনও বিশেষ কিছু’ নয়।

পড়ুন : মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ভাষণে জেলেনস্কি ডনবাস উপত্যকায় রুশ সেনাদের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে বিশ্বব্যাপী সমালোচিত হতে থাকে দেশটি। সম্প্রতি পুতিনকে ‘কসাই’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App