×

আন্তর্জাতিক

আঁকার স্কুলে রাশিয়ার বোমা, সেখানে ছিলেন ৪০০ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:০৪ পিএম

আঁকার স্কুলে রাশিয়ার বোমা, সেখানে ছিলেন ৪০০ জন

রবিবার মারিওপোলের একটি আঁকা শেখানোর স্কুলে বোমা নিক্ষেপ করেছে রাশিয়া

ইউক্রেনের অন্যতম বন্দর শহর মারিওপোল। আজোভ সাগরের তীরের এই শহরে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে রাশিয়া। বহির্বিশ্বের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে চারদিক থেকে চলছে লাগাতার হামলা। ক’দিন আগেই শহরটির একটি প্রেক্ষাগৃহে বোমা ফেলেছে মস্কো।

রবিবার (২০ মার্চ) মারিওপোলের একটি আঁকা শেখানোর স্কুলে বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। ঘটনাচক্রে সেখানেই আশ্রয় নিয়েছিলেন ৪০০ জন। বিস্ফোরণের অভিঘাতে স্কুল ভবনটি ক্ষতবিক্ষত। ধ্বংসস্তূপের তলায় কত জন চাপা পড়েছেন তা এখনও স্পষ্ট নয়। খবর এপির।

ইউক্রেনে রুশ হামলা যত বাড়ছে, ততই তার মাশুল গুনছে সাধারণ মানুষ।

ক’দিন আগেই মারিওপোলের শহরের একটি প্রেক্ষাগৃহে বোমা ফেলে রাশিয়া। বহু মানুষ ভবনের তলায় চাপা পড়েন। গত বুধবার শতাধিক মানুষকে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা গেলেও, এখনও সেখানে কত মানুষ আটকে রয়েছেন, তা অজানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App