×

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন হস্তক্ষেপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১১:২৩ এএম

ইউক্রেনে মার্কিন হস্তক্ষেপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন।

এর আগেও গণমাধ্যমে একাধিকবার এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও রাশিয়ার বিরুদ্ধে সুইফটসহ একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রও রাশিয়াকে চাপ প্রয়োগ করার বিষয়টি ভাবছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। এরপর রাজধানী কিয়েভসহ একাধিক শহর দখল করতে থাকে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App