×

আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদণ্ডের বিধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ১০:৪৬ পিএম

রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদণ্ডের বিধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদণ্ডের বিধান রাখা আরও একটি বিলে স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App