×

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে কমেছে রুবলের মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৮ এএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে কমেছে রুবলের মান

প্রতীকী ছবি

ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে রাশিয়ার মুদ্রা রুবলের মান ৪০ শতাংশ কমেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ রবিবার সুইফটে রাশিয়াকে নিষিদ্ধের পর এ খবর জানা গেল। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ব রাজনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে পশ্চিমাদের হুঁশিয়ারি করেছিলেন। রবিবার তিনি বলেন, ব্যাংক খাত, গ্যাস, তেল, সুইফটের বিরুদ্ধে অনেক কথা শোনা যাচ্ছে। যুদ্ধের চেয়ে যা আরও ক্ষতিকর। এসব পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে, বেলারুশ থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো হতাহতের বিষয়টি স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে ইউক্রেনের রুশপন্থীদের দুটি শহর দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি দেয় রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অন্যদিকে রাশিয়াকে সহযোগিতা করছে বেলারুশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App