×

আন্তর্জাতিক

নিহত সেনাদের চুল্লিতে ‘ভ্যানিশ’ করছে রাশিয়া!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

নিহত সেনাদের চুল্লিতে ‘ভ্যানিশ’ করছে রাশিয়া!

শ্মশান

ইউক্রেনে চতুর্থ দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেন দাবি করেছে, সংঘর্ষে রাশিয়ার চার হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ভারী অস্ত্র মোতায়েনের সঙ্গে চলমান চুল্লি নিয়ে গেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত রাশিয়ান সেনাদের নাকি ওই চুল্লিতে ঢুকিয়েই ‘ভ্যানিশ’ করছে পুতিনের বাহিনী!

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস টেলিগ্রাফকে বলেন, 'চলমান শ্মশান'টিকে রাশিয়ান সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা হ্রাস করার উপায় হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে প্রথম বার নেটমাধ্যমে ওই ‘চলমান শ্মশান’-এর ছবি পাওয়া যায়। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহত। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ৬৪ জন। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কয়েকশ’ বাড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App