×

আন্তর্জাতিক

রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইউক্রেন, প্রত্যাখ্যান রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ পিএম

রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইউক্রেন, প্রত্যাখ্যান রাশিয়ার

রাশিয়ার যুদ্ধবিমান। ফাইল ছবি

রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইউক্রেন, প্রত্যাখ্যান রাশিয়ার

বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনীর হাতে ভূপাতিত হওয়ার সময় রাশিয়ার হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

আক্রমণকারী রাশিয়ার ৫টি বিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।

রাশিয়ার সেনাবাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে। খবর সিএনএনের।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে। হোয়াটস অ্যাপে মন্ত্রণালয়ের পক্ষে প্রচার করা বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষাবাহিনীর কোনো ক্ষতি হয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেন আত্মরক্ষা করবে। ইউক্রেন অবশ্যই জয়ী হবে। তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইউক্রেনের নাগরিকদের এ বিষয়ে কথা বলার আহবান জানিয়েছেন এবং তাদের নেতাদের ভূমিকা রাখার জন্য অনুরোধ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পুতিন আক্রমণ করেছেন। কিন্তু কেউ পালিয়ে যাচ্ছে না। সেনাবাহিনী, কূটনীতিকসহ সবাই কাজ করছে। ইউক্রেন লড়াই করছে, ইউক্রেন তার আত্মরক্ষা করবে, ইউক্রেন জিতবে। [caption id="attachment_336811" align="aligncenter" width="700"] রাশিয়ার যুদ্ধবিমান। ফাইল ছবি[/caption] তিনি প্রবাসী ইউক্রেনের নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা পুতিনের আক্রমণের ব্যাপারে আপনাদের দেশের সরকারকে অবহিত করুন এবং দ্রুত ভূমিকা রাখতে বলুন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৯ টায় রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। তার আগে ইউক্রেনের তিন দিক ঘিরে সৈন্য সমাবেশ করে রেখেছিল রাশিয়া।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App