×

আন্তর্জাতিক

সাড়ে ১০ কেজি ওজনের চিংড়ি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ১২:১৩ পিএম

সাড়ে ১০ কেজি ওজনের চিংড়ি!
প্রায় সাড়ে ১০ কেজি ওজনের এই গলদা চিংড়িকে ছোটখাটো একটা ডাইনোসরের সঙ্গে তুলনা করেছেন খামার মালিক স্টিফেন জর্ডান। বিক্রি বা রান্না নয়, ৯৫ বছর বয়সী এই প্রাণীটি ক্রেতার সামনে প্রদর্শন করতে পছন্দ করেন তিনি। টকটকে কমলা রঙের এই গলদা চিংড়িটির ওজন ২৩ পাউন্ড (১০ কেজি ৪৩২ গ্রাম)। ক্রেতার সামনে নড়াচড়া করছেন খামার মালিক। তবে এই চিংড়ি রান্না করে খেয়ে ফেলার চেয়ে এর সঙ্গে ছবি তুলতেই বেশি আগ্রহ ক্রেতার! চিংড়িটির বয়স ও ওজন বিবেচনা করে একে বিক্রি বা রান্না না করে ক্রেতার সামনে প্রদর্শন করেই আনন্দ পান খামারের মালিক স্টিফেন জর্ডান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আকর্ষণীয় এই প্রাণীটি বিক্রি বা রান্না না করে এর জীবন বাঁচিয়ে দিয়েছে একটি সামুদ্রিক খাবার বিক্রেতা প্রতিষ্ঠান। বিক্রি করার দারুণ সুযোগ থাকা সত্ত্বেও চিংড়িটিকে লং আইল্যান্ড অ্যাকুরিয়ামে দান করে দিয়েছেন তারা। নিউইয়র্কের আইল্যান্ড পার্কের জর্ডান গলদা চিংড়ির খামারের মালিক স্টিফেন জর্ডান বলেন, এটি একটি ছোটখাটো ডাইনোসরের মতো। তার দোকানে আসা ক্রেতারা চিংড়িটির সঙ্গে ছবি তুলতেই বেশি পছন্দ করেন। তাই ৯৫ বছরের এই চিংড়িটি বিক্রি না করার সিদ্ধান্ত নেন তিনি। জর্ডানের খামারে চিংড়িটির সঙ্গে ছবি তুলছিলেন একজন ক্রেতা। ব্রিটনি বেইগেল নামের ওই ক্রেতা বলেন, এ ধরনের দৈত্যাকৃতির গলদা চিংড়ির কথা আমি অনেক শুনেছি। কিন্তু কখনো সত্যি সত্যি দেখিনি। এটিকে কাছ থেকে দেখাই একটি বিরাট পাওয়া। খামারের কর্মী এরিকা ওপেনা চিংড়িটির ওজন সম্পর্কে ধারণা দিতে বলেন, এই চিংড়ি তুলে ধরতে বা উঁচু করতে একজন পূর্ণবয়স্ক মানুষের নিজের শরীরের প্রায় পুরো শক্তি ব্যয় করতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App