×

আন্তর্জাতিক

হিজাব বিতর্কের সমাধান করতে পারবে কর্নাটক সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ এএম

হিজাব বিতর্কের সমাধান করতে পারবে কর্নাটক সরকার

ভারতের কর্নাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটকের উদুপি জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়া হিজাব বিতর্ক সমাধানে আশাবাদী হয়ে উঠেছে রাজ্য সরকার। তারা দাবি করছে, রাজ্যের ৭৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটি স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজ এ বিষয়ে উত্তাপ ছড়িয়েছে।

এ মুহূর্তে বিষয়টি আদালতে বিচারধীন রয়েছে। বৃহস্পতিবারও সংক্ষিপ্ত শুনানি হয়। এদিকে কর্নাটক রাজ্য সরকার এ বিষয়ে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় তারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুধু কর্নাটক রাজ্যেই নয়, ভারতের অন্যান্য রাজ্যেও মুসলিম ছাত্রীদের মধ্যে হিজাব নিয়ে উত্তাপ ছড়িয়েছে। দেশটির মুসলিম ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা তুলে দিতে চাইছে। পক্ষান্তরে গেরুয়া শিবিরে শুরু হয়েছে পাল্টা হিজাববিরোধী আন্দোলন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মী বলেন, হিন্দু ধর্ম নারীদের পূজা করতে শেখায়। যারা ঘরে নিরাপদ না, তারাই হিজাব পরেন। তারা ঘরের ভেতর হিজাব পরতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার দরকার নেই। তবে মুসলিম ছাত্রীরা চাইরে মাদরাসায় হিজাব পরতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App