×

আন্তর্জাতিক

এইচআইভি আক্রান্ত প্রথম নারী সুস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ এএম

এইচআইভি আক্রান্ত প্রথম নারী সুস্থ

এইচআইভি

প্রথমবারের মতো এইচআইভি চিকিৎসার মাধ্যমে এক মার্কিন নারী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত এই রোগের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তিনজন সুস্থ হলেন। যার মধ্যে দুজনই পুরুষ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের এইডস বিভাগের পরিচালক কার্ল ডাইফেনব্যাচ বলেন, এইচআইভি চিকিৎসায় পর পর তিনজনের সুস্থতার বিষয়টি নতুন করে আশা জাগানোর মতো। যা গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিভূত করেছে।

এইচআইভি চিকিৎসায় সুস্থ প্রথম নারীর বয়স ৬৪ বছর। আন্তর্জাতিক এইডস সংস্থার নির্বাচিত প্রেসিডেন্ট শ্যারন লেউইন এক বিবৃতিতে বলেন, তাকে দিয়ে এইচআইভি চিকিৎসায় আরোগ্য পেয়েছেন মোট তিনজন। আর নারীদের মধ্যে তিনিই প্রথম।

কেস স্টাডিটি মার্কিন অর্থায়নে পরিচালিত হয়েছে। এর প্রধান ছিলেন লসঅ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. ইউভন ব্রাইসন এবং বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড. দেবোরা পারসুয়াড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App