×

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে বিজেপির অগ্নিপরীক্ষা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে বিজেপির অগ্নিপরীক্ষা আজ

বৃহস্পতিবার শীত উপেক্ষা করে ভারতের উত্তরপ্রদেশের একটি ভোটকেন্দ্রে লম্বা লাইন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ৫৮টি আসনে আজ ভোট গ্রহণ চলছে। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার জন্য মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাত দফা ভোটের আজই প্রথম দফা।

জাঠ অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের এই এলাকায় ঐতিহাসিকভাবে বিএসপি ও সমাজবাদী পার্টির শক্তি বেশি থাকলেও বিগত বেশ কয়েকটি নির্বাচনে এখানে ভালো ফল করেছে বিজেপি। তবে কৃষক আন্দোলন বিজেপির জনপ্রিয়তায় কতটা ফাটল ধরিয়েছে তার পরীক্ষা হবে এ নির্বাচনে। আর এই পরীক্ষার ফল জানা যাবে ১০ মার্চ। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

ঠাণ্ডা উপেক্ষা করে সকাল বেলায়ই উত্তরপ্রদেশের বিভিন্ন ভোটকেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে। কুয়াশার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শামলি ডিএম জসজিত কৌর বলেন, সব বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু বুথে ইভিএম সংক্রান্ত কিছু অভিযোগ পাওয়া গেছে, আমরা সেই মেশিনগুলো বদলে দিয়েছি এবং এই সংক্রান্ত সমস্যার সমাধান করছি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, কোথাও আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App