×

আন্তর্জাতিক

ভারতে এবার ৪০ ট্রিলিয়ন রুপির বাজেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ এএম

মহাসড়ক নির্মাণ থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের আবাসনে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মহামারির ক্ষতি কাটিয়ে উঠে প্রবৃদ্ধির চাকা সচল রাখার লক্ষ্যে আসন্ন অর্থবছরের জন্য ৩৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপির বাজেট প্রস্তাব করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতে বানানো ট্যাবের মাধ্যমে পার্লামেন্টে তিনি নিজের চতুর্থ বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই চিত্র অর্থনীতির পুনরুদ্ধার এবং আমাদের দেশের ঘুরে দাঁড়ানোর দৃঢ় সক্ষমতার বহিঃপ্রকাশ।

তার এবারের বাজেটে মহাসড়ক নির্মাণ ও সম্প্রসারণে ২০০ বিলিয়ন রুপি ব্যয় প্রস্তাবিত হয়েছে। তিন বছরের মধ্যে ‘বন্দে ভারত’ কর্মসূচির অধীনে নতুন ৪০০ ট্রেন চালু, প্রতি মাসে ১০০ গতিশক্তি টার্মিনাল নির্মাণেরও প্রতিশ্রুতি এসেছে। এছাড়া, এই বাজেটে ২০২২-২৩ অর্থবছরে ৫জি মোবাইল পরিষেবা চালু ও ই-পাসপোর্ট ইস্যুর ঘোষণা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App