×

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীনতার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০১:২২ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীনতার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। সম্প্রতি সংস্থাটিকে আরও বেশি স্বাধীনভাবে কাজ করার জন্য যে প্রস্তাবগুলো দেয়া হয়েছিল, সেটির বিরোধিতা করেছে দেশটি। খবর রয়টার্সের।

চারজন সরকারি কর্মকর্তা জাতিসংঘের এ সংস্থাটির প্রতি বাইডেন প্রশাসনের দীর্ঘ সমর্থনের বিষয়ে সন্দিহান থাকার কথা জানিয়েছেন।

হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যসেবার জন্য আলাদা অর্থ সংস্থানের প্রস্তাব করেছে।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বেশিরভাগ অর্থের যোগান দিতে হবে।

এর আগে ট্রাম্প প্রশাসনও সংস্থাটির অর্থ যোগান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার নির্দেশনা দিয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় তাদের প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App