×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে আত্মহত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৮, ১১:৪৬ এএম

হোয়াইট হাউসের সামনে আত্মহত্যা
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি। একথা জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউজের পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন বেষ্টনির কাছে শনিবার স্থানীয় সময় পৌনে ১২টার দিকে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে ‘নিজেকে লক্ষ্য করে’ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। খবর গার্ডিয়ানের। এসময় অন্য কেউ আহত হননি বলেও গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। ঘটনার সময় ফ্লোরিডা সফরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তদন্তের নেতৃত্ব দেয়া ওয়াশিংটন ডিসি পুলিশ ওই ব্যক্তির পূর্ণ পরিচয় প্রকাশ করেনি। তারা বলছে, আত্মঘাতী ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার সময় সেখানে প্রচুর মানুষ ছিল। গুলির শব্দে তারা দৌড়ে সেখান থেকে সরে যায়। সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজকে ঘিরে এ ধরনের বেশ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ ভবনের বাইরে একটি চলন্ত গাড়ি একটি নিরাপত্তা বেষ্টনিকে ধাক্কা দেয়। ওই ঘটনায় গাড়ির ৩৫ বছর বয়সি নারী চালককে আটক করে পুলিশ। এ ছাড়া, গত বছরের মার্চ মাসে মরিচের স্প্রে হাতে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনি টপকে ভেতরে প্রবেশ করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App