×

আন্তর্জাতিক

৩৫ বছর বয়সেই চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১১:১৩ এএম

৩৫ বছর বয়সেই চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক

বিজয় উদযাপন করছেন চিলির নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ছবি : সংগৃহীত

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ছাত্রনেতা বামপন্থী গ্যাব্রিয়েল বোরিক। এ মুহূর্তে দেশটির সর্বকনিষ্ঠ নেতা তিনি। স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয় চিলিতে।

বামপন্থি গ্যাব্রিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও কট্টর ডানপন্থি রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। খবর বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ানের।

গ্যাব্রিয়েল বোরিকের জয়ের খবরে উচ্ছ্বসিত হয়েছেন তার সমর্থকেরা। তাদের মধ্যে অনেকে রাস্তায় পতাকা হাতে বিজয় মিছিল করেন। নির্বাচনে জয়লাভের পর ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক তার সমর্থকদের অর্থনীতি ঢেলে সাজানোর কথা বলেছেন।

চিলির নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন তিনি। চিলির পেনশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App