×

আন্তর্জাতিক

নিরাপদ আসন হাতছাড়া কনজারভেটিভদের, চাপে জনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম

নিরাপদ আসন হাতছাড়া কনজারভেটিভদের, চাপে জনসন

প্রথমবারের মতো শর্পশায়ারে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বক্তব্য রাখছেন ওই আসনের বিজয়ী প্রার্থী। ছবি : সংগৃহীত

গত ২০০ বছরে যুক্তরাজ্যে একচেঁটিয়াভাবে রাজত্ব করে এসেছে কনজারভেটিভ পার্টি। কিন্তু সবকিছু উল্টে দিয়ে এই দলকে একটি আসনের নির্বাচনে হারিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর এই কারণে চোখে অন্ধকার দেখছেন দেশটির ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী বরিস জনসন।

১৯৯৭ সাল থেকে নর্থ শ্রপশা আসনের এমপি ছিলেন ওয়েন প্যাটারসন। তার পদত্যাগের পর শূন্য হওয়া ওই আসনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোট হয়। তাতে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগান কনজারভেটিভ দলের প্রার্থীকে পাঁচ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন। খবর বিবিসির।

২০১৯ সালের নির্বাচনেও এই আসনে কনজারভেটিভ দলের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২৩ হাজার ভোট বেশি পেয়েছিলেন।

করোনা বিধিনিষেধের মধ্যে গত বছর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করার খবর চাউর হওয়ার পর গত সপ্তাহে কোভিড পাস চালুর এক প্রস্তাবে প্রায় একশ কনজারভেটিভ এমপির ‘বিদ্রোহে’ এমনিতেই বিপাকে আছেন জনসন। নর্থ শ্রপশাতে হার তার ওপর আরও চাপ বাড়াবে।

নির্বাচনে জয়ের পর মরগান বলেন, আজ রাতে নর্থ শ্রপশা ব্রিটিশ জনগণের হয়ে কথা বলেছে। তারা জোরে ও স্পষ্ট ভাষায় বলেছে- বরিস জনসন আপনার পার্টি শেষ।

কনজারভেটিভরা জুলাইয়ে তাদের ঘাঁটি বলে পরিচিত বাকিংহামশায়ারের চেশাম অ্যান্ড আমেশাম আসনেও লিবারেল ডেমোক্রেটদের কাছে হেরেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App