×

আন্তর্জাতিক

২২ ভাষায় নির্মিত হচ্ছে মমতার বায়োপিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম

২২ ভাষায় নির্মিত হচ্ছে মমতার বায়োপিক

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২২ ভাষায় বায়োপিক নির্মিত হচ্ছে। এ বায়োপিক ইংরেজি, হিন্দি, বাংলাসহ ২২টি ভাষায় নির্মিত হবে।

আগামী বছর ভারতের পাঁচটি প্রদেশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আদাজল খেয়ে লড়ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এ বায়োপিক নির্মাণকে সুনজরে দেখা হচ্ছে। বলা হয়েছে, এর আগেই মুক্তি দিতে। খবর দ্য প্রিন্ট, জি-নিউজ ও ভারত টাইমসের।

নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নজর দিয়েছে ত্রিপুরা, আসাম, গোয়াসহ একাধিক প্রদেশে। ইতোমধ্যে উত্তর প্রদেশে মমতাকে জোট গড়ার আমন্ত্রণ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এর মধ্যেই বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত যেন ভোটের রাজনীতিতে মমতার ‘ইমেজ’ উজ্জ্বল করা।

তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নেতা হয়ে উঠেছেন সেটি আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই। ইতোমধ্যে মমতার সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা আছে। এ বায়োপিকের মাধ্যমে আমরা মমতার সুনাম পুরো ভারতবর্ষে পৌঁছে দিতে চাই।

তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App