×

আন্তর্জাতিক

পরিস্থিতি ভাল না বুঝেই প্রত্যাহার ৩ কৃষি আইন: প্রিয়াঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

তিন কৃষি আইন বাতিলের পর গোটা ভারত জুড়ে শোরগোল শুরু হয়েছে। নরেন্দ্র মোদী ৩ কৃষি আইন বাতিলের ঘোষণা করতেই রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অরবিন্দ কেজরিওয়াল, একের পর এক বিরোধী নেতারা মুখ খুলতে শুরু করেন। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করতেই এবার নরেন্দ্র মোদীকে পালটা আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।

লখনউতে সাংবাদিকদের সামনে হাজির হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কেন এমন করলেন নরেন্দ্র মোদী? এগিয়ে আসছে নির্বাচন। দেশ জুড়ে পরিস্থিতি স্বাভাবিক নয়। তা বুঝতে পেরেছেন মোদী। দেশের বিভিন্ন প্রান্তে সার্ভে করা হচ্ছে। সেই সার্ভের যে ফল বের হচ্ছে, তা দেখে বুঝতে পারছেন, দেশের পরিস্থিতি তাদের হাতে নেই। সেই কারণে নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের কাছে মোদী ক্ষমা চাইছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী। সামনে নির্বাচন বলেই ওরা মানুষের কাছে ক্ষমা চাইতে এসেছেন বলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।

এসবের পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেন, কৃষকরা যখন আন্দোলন করছিলেন তখন তাদের 'গুন্ডা', 'মাফিয়া' এমনকী 'জঙ্গি' বলেও বার বার সম্মোধন করা হয়েছে। তখন কেন মোদী সরকার এ বিষয়ে প্রতিবাদ করেননি বলেও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী। আন্দোলনরত কৃষকদের মৃত্যু হয়েছে। তখনও মোদী সরকার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কেন বলে প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী। এই দেশে কৃষকদের চেয়ে বড় আর কেউ নেই। এবার সেই সত্যি কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App