×

আন্তর্জাতিক

গ্লাসগো চুক্তি বাঁচিয়ে রাখবে আশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৮:৫৪ এএম

গ্লাসগো চুক্তি বাঁচিয়ে রাখবে আশা

কপ ২৬ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের গ্লাসগোয় আলোচনার পর শেষ মুহূর্তে মতৈক্যে পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কিছু ছাড় দিয়ে শেষ পর্যন্ত শনিবার (১৩ নভেম্বর) রাতে গ্লাসগো চুক্তি সম্পন্ন হয়।

শেষ সময়ে এসে গ্লাসগো জলবায়ু চুক্তিতে কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে সীমিতের ভাষা যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই চুক্তি দুর্বল হয়েছে। তারপরও বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রার লাগাম লাগাতে এটি একটি উচ্চাভিলাষী প্রচেষ্টা। খবর বিবিসির।

চূড়ান্ত চুক্তিতে বিশ্বেনেতাদের কার্বন নির্গমন রোধে শক্তিশালী পরিকল্পনা নিয়ে ২০২২ সালে আবার ফিরে আসতে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য ধনী দেশগুলোকে অন্তত দ্বিগুণ তহবিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App