×

আন্তর্জাতিক

ব্যাকটেরিয়ার সংক্রমণে দেড় লাখ শিশুর মৃত্যু 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম

ব্যাকটেরিয়ার সংক্রমণে দেড় লাখ শিশুর মৃত্যু 

প্রতীকি ছবি

প্রতি বছর বিশ্বব্যাপী গ্রুপ ‘বি’ স্ট্রেপটোকোকাস ইনফেকশন (জিবিএস) নামে একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রায় দেড় লাখ শিশু মারা যায়। ব্যাকটেরিয়া থেকে নিরাপদ নয় নবজাতক ও গর্ভে থাকা শিশুও। এমনই তথ্য পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাজ্যভিত্তিক লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ উদ্যোগে প্রকাশিত এক প্রতিবেদন থেকে।

বিশ্বের প্রায় ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে জিবিএস ব্যাকটেরিয়া ঝুঁকিহীনভাবে অবস্থান করে। আর নির্দিষ্ট সময়ের আগেই শিশুর জন্ম ও বিকলাঙ্গতা সৃষ্টি করতে এটি অনেক বড় ভূমিকা পালন করে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি বছর পাঁচ লাখের বেশি শিশু সময়ের আগেই জন্ম নিচ্ছে। বিজ্ঞানীরা এর পেছনে জিবিএস ব্যাকটেরিয়াকে অন্যতম দায়ী হিসেবে দুষেছেন। তা ছাড়া এ ব্যাকটেরিয়ার কারণে শিশুর দীর্ঘমেয়াদী বিকলাঙ্গতা দেখা দিচ্ছে। কিন্তু এরপরেও ব্যাকটেরিয়াটি প্রতিরোধে টিকা তৈরির পদক্ষেপ নেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App