আরজি কর-কাণ্ড : ১৪ দিনের রিমান্ডে ধর্ষক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) তাকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করানো হয়। সেখানে তার পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছ সিবিআই। সেই অনুমতি দিয়েছেন আদালত। খবর আনন্দবাজারের।
শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় ধর্ষককে। আদালতে সাংবাদিক এবং বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। আদালতে যখন শুনানি চলছে, তখন বাইরে বিচারের দাবিতে উঠেছে স্লোগান। অনেকে তার ‘ফাঁসি’ দাবি করেছেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা দায়িত্ব পালন শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহটি ছিল রক্তাক্ত, শরীরের নানা জায়গায় ছিল ক্ষতের চিহ্ন। এ ঘটনায় কলকাতার পাশাপাশি গোটা ভারতজুড়ে চিকিৎসকরা বিক্ষোভে ফেটে পড়েন, যেটি এখনো চলছে।
আরো পড়ুন : ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ