জেল হেফাজতের মেয়াদ বাড়ল কেজরীওয়ালের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১১:১৮ এএম
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ছবি : সংগৃহীত
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ বেড়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির করে তার হেফাজতের মেয়াদ আরো ১২ দিন বৃদ্ধি করেছেন দিল্লির বিশেষ আদালত। এ অবস্থায় কেজরীওয়ালকে জেলে থাকতে হবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।
আবগারি দুর্নীতি মামলায় তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এখনো জামিন মঞ্জুর হয়নি তার। সেই মামলাতেই আরো তার জেল হেফাজতের মেয়াদ আরো ১২ দিন বাড়ানো হয়েছে। বিচারক কাবেরী বাওয়েজার বেঞ্চের শুনানিতে আদালত মেয়াদ বাড়ান। আগামী ১২ আগস্ট আবার এই মামলার শুনানি রয়েছে। ওই দিন আদালতে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।
আরো পড়ুন : বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এর আগে জুলাইতেও কেজরীওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন এই বিচারক। তিনি জানিয়েছিলেন, আবগারি দুর্নীতি মামলায় অন্যতম মূল চক্রান্তকারী হিসাবে তার নাম রয়েছে। এখনো তদন্ত শেষ হয়নি। আদালতে কেজরীওয়ালের জামিনের বিরোধিতা করে সিবিআই জানিয়েছিল, মুক্তি পেয়ে গেলে মামলায় স্বাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। তারপর তার হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
গত ২১ মার্চ আবগারি মামলায় কেজরীওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি তিনি। ইডির মামলায় তাকে গত ১২ জুলাই অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআইয়ের পৃথক মামলা থাকার কারণে জেল থেকে মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি মামলায় ২৬ জুন কেজরীওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। সেই মামলায় এখনো তিনি জেলে রয়েছেন।