×

স্বাস্থ্য

এ মাসেই টিকা ক্যাম্পেইন, দেওয়া হবে কোটি টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩১ পিএম

করোনার সংক্রমণ রোধে চলতি মাসেই আবারো দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে টিকাদান ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় ১ কোটিরো বেশি মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সকালে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বড় পরিসরে টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সারাদেশে বড় পরিসরে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে। আরো ৬০ লাখ ডোজ ফাইজারের টিকার পাশাপাশি আরো ৭১ লাখ টিকা পাবার সম্ভবনা রয়েছে। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আমাদের এ তথ্য জানানো হয়েছে। বুধবার মধ্যরাতে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা এসেছে। সামনে আরো আসবে। ফলে আবারো ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টিকা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App