২ এডিজিসহ স্বাস্থ্য অধিদপ্তরে নতুন সাত কর্মকর্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সাতজন চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
পদায়ন পাওয়া চিকিৎসকদের মধ্যে খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এ বি এম আবু হানিফকে অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) পদে পদায়ন করা হয়েছে।
আরো পড়ুন: ডিএমপির ২৭ কর্মকর্তাকে বদলি
এছাড়া কুষ্টিয়া ম্যাটসের পরিচালক ডা. মো. জয়নাল আবেদীন টিটোকে অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২), স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. হাবিবুর রহমানকে অধিদপ্তরের উপপরিচালক (অডিট), সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনকে অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-১), অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ফিরোজুর রহমানকে অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয় স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।