×

স্বাস্থ্য

স্বাস্থ্য উপদেষ্টার সামনেই বিএনপিপন্থী চিকিৎসকদের বাগবিতণ্ডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার সামনেই বিএনপিপন্থী চিকিৎসকদের বাগবিতণ্ডা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি চিকিৎসক-কর্মচারীরা। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে যত অপকর্ম হয়েছে, এগুলোর সহযোগী ছিলেন ওই কর্মকর্তারা। এ সময় তারা বর্তমানে দায়িত্বে থাকা আওয়ামীপন্থি চিকিৎসক-কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে থাকেন। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষুব্ধ হতেও দেখা যায়।

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মহাখালীতে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে এই ঘটনা ঘটে।

সকাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের ফটকে বিক্ষোভ করছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ আওয়ামীপন্থি চিকিৎসক, কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তাদের বাধার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অফিসে ঢুকতে পারেননি। বেলা ১১টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিছিল শুরু করেন বিক্ষোভকারীদের একাংশ।

এরপর স্বাস্থ্য উপদেষ্টার কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাওয়ার খবরে মিছিল নিয়ে তারাও সেখানে যান। এক পর্যায়ে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের একজন নারী চিকিৎসক তাদের বাধা দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোকারীরা ভেতরে ঢুকে পড়েন। এ সময় হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। সেখানে কিছুক্ষণ হট্টগোল করেন বিক্ষোভকারীরা।

আরো পড়ুন: চিকিৎসাসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি

এ সময় কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তাদের দাবি পরে বেলা সোয়া ১২টার দিকে বিক্ষোভকারীদের পক্ষে পাঁচজনকে রেখে বাকিদের বের করে দেয়া হয়। 

পরিস্থিতি শান্ত হওয়ার পর বিক্ষোভকারীরা উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তারা উপদেষ্টাকে সম্মান করেন, কিন্তু পরিস্থিতি তাদের বাধ্য করেছে বিক্ষোভ করতে। উপদেষ্টা এ সময় বলেন, আমাকে সম্মান করলে আমার সামনে এ ধরনের কাজ করতেন না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতালে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App