×

জাতীয়

করোনার পর হেপাটাইটিস এখন বিশ্বের একটি মরণঘাতী ভাইরাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৬:১৬ পিএম

করোনার পর হেপাটাইটিস এখন বিশ্বের একটি মরণঘাতী ভাইরাস

ছবি: সংগৃহীত

হেপাটাইটিস বি রোগ প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবাই সচেতন থাকলে এটি প্রতিরোধ সম্ভব। সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পাশের অন্তত একজনকে সচেতন করতে হবে। বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে এখনো উল্লেখযোগ্যভাবে সচেতনতা তৈরি করা সম্ভব হয়নি। করোনার পর হেপাটাইটিস এখন বিশ্বের একটি মরণঘাতী ভাইরাস। হেপাটাইটিস রোগে আক্রান্ত হলে অপচিকিৎসার কারণে অনেক রোগীর মৃত্যু হয়। সঠিক চিকিৎসা পেলে রোগীরা সুস্থ হয়।

রবিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল। জাতীয় প্রেস ক্লাব, ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: আশরাফ আলী।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন বলেন, কিছু কিছু দিবসকে সচেতন করতে হয় সবার সচেতনতার জন্য। বিশ্ব হেপাটাইটিস দিবস একারণেই আমরা স্মরণ করি। স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় জাতীয় প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে আছে।  

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, হেপাটাইটিস বি ভাইরাসের থেকে বাঁচতে সব সময় নিজেদের সচেতন থাকতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের অনুরোধ জানাবো আপনারা নিজে সচেতন থাকার পাশাপাশি অন্তত অপর একজনকে সচেতন করতে ভূমিকা রাখুন। এই রোগ সহজে ধরা পড়েনা, কিন্তু যখন ধরা পড়ে তখন লিভারের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা জাতয়ি প্রেস ক্লাবের সদস্যদের জন্য আগষ্ট মাসে লিভার পরীক্ষার ব্যবস্থা নিতে একটি মেডিকেল ক্যাম্প করবো।

আরো পড়ুন: মানুষ হত্যা করে কোনো সরকার পরিবর্তন হয় না

মূল প্রবন্ধ উপস্থাপনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল বলেন, হেপাটাইটিস বি এখন আর কোনো দুরারোগ্য ব্যাধি নয়। লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো মারাত্মক রোগ দেখা দেয়ার আগে এটি ধরা গেলে রোগাক্রান্ত ব্যক্তির নিরাময়ের সম্ভাবনা উজ্জল। পৃথিবীতে আজ এই ভায়ইরাসটির জন্য বেশ কয়েকটি ওষুধ রয়েছে যার সবগুলোই বাংলাদেশেও সহজলভ্য। এই রোগে আক্রান্ত রোগীদের হতাশ না হয়ে লিভার রোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া উচিত। এই রোগ প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।

ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ এর এর সাধারণ সম্পাদক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, হেপাটাইটিস বি রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব না। এটি হচ্ছে নীরব ঘাতক। তবে আক্রান্তের হার কমিয়ে আনতে হবে। এখনো মানুষের মাঝে সচেতনতা আসেনি। এই রোগের বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে বড় ধরনের কার্যক্রম গড়ে তুলতে হবে। সবাইকে সচেতন হতে হবে। শুধু চিকিৎসকদের পক্ষে এই রোগ প্রতিরোধ করা সম্ভব না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় এ্যলেমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রহিম বলেন, পানি পড়া, ঝাড়ফুকের মতো অপচিকিৎসার কারণে হেপাটাইটিস বি রোধে আক্রান্ত রোগীরা বেশি মারা যায়। সঠিক চিকিৎসায় রোগীরা আরোগ্য লাভ করে।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব বলেন, হেপাটাইটিস সি এর কার্যকরী চিকিৎসা সেবা থাকলেও হেপাটাইটিস বি সম্পূর্ণ নির্মূল করার মতো এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তাই সচেতনতাই হেপাটাইটিস বি প্রতিরোধের সবচেয়ে বড় মাধ্যম। চলতি বছরের শেষ দিকে হেপাটাইটিস বি রোগ প্রতিরোধে বীকন ফার্মাসিউটিক্যাল আরো একটি ওষুধ বাজারে নিয়ে আসবে।

দেশের দুই চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল এবং অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবরের গবেষণায় ‘ন্যাসভাক’ নামে একটি নতুন ওষুধ আবিষ্কার হয়েছে। এই ওষুধটি বাংলাদেশের মানুষের জন্য এটি আশীর্বদস্বরূপ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App