×

স্বাস্থ্য

ডেঙ্গু: ২১ দিন পর একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম

ডেঙ্গু: ২১ দিন পর একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে ২১ দিন পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছে। চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে ২৩ জনের মৃত্যু হলো। সর্বশেষ ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিলো গত ২৩ মার্চ।

শনিবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন: ঈদের সময় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও বরিশালের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ১৪৬ জন ও নারী ৬৭৭ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App