×

স্বাস্থ্য

নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম

নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার আহ্বান

আন্তর্জাতিক নারী দিবসে নারীর স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল আয়োজিত এক শোভাযাত্রায় এ আহ্বান জানানো হয়। 

আরো পড়ুন: বিডিএস ভর্তি পরীক্ষায় কোথাও অনিয়মের খবর পাওয়া যায়নি

শনিবার (৯ মার্চ) সকালে ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে প্রতীকী শোভাযাত্রা, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালের ৬ষ্ঠ তলায় ফ্রি ক্যান্সার (স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের) ও এনসিডি (ডায়াবেটিস ও রক্তচাপ) স্ক্রিনিং এর আয়োজন করা হয়। 

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প পরিচালক ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম প্রয়োজনীয় পরামর্শ দেন।‌ শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা. আলতাফুন্নেসা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App