×

স্বাস্থ্য

মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু হচ্ছে কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম

ডেঙ্গু, চিকুনগুনিয়ার বাহক মশার প্রজননস্থল শনাক্ত, পূর্ণাঙ্গ মশা ও লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু হচ্ছে। কার্যক্রমটি রবিবার (১৮ জুন) থেকে ২৭ জুন পর্যন্ত (১০ দিনব্যাপী) পরিচালনা করা হবে

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অর্থায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ঢাদসিক) এলাকার ১৮টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের নেতৃতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. কবিরুল বাশারের কারিগরী সহযোগিতায় মাঠ পর্যায় বিজ্ঞানভিত্তিক উপায়ে অধিদপ্তরের অভিজ্ঞ কীটতত্ত্ববিদরা এই কাজ করবেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই কার্যক্রমের ফলাফল তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে অবহিত করা হবে। এই তথ্য ও উপাত্ত ঢাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App